সাকেত গোখলে : ‘বিজেপি-আরএসএস যেদিন আমার পুলিশ অফিসার জ্যাঠার মৃত্যু নিয়ে রাজনীতি করতে (ও দাঙ্গা বাধাতে) চেয়েছিল’
সাধারণ মানুষকে রাজনীতির বোড়ে বানায় রাজনীতিকরা। তার জন্য সেই সাধারণ মানুষকেই মেরেধরে অপমান করে ভয় দেখিয়ে হল্লা করবার জন্য আবার একটি বিশেষ শ্রেণির মানুষকে ব্যবহার করা হয়। কারা ব্যবহার করে? কারা দাঙ্গার পরিকল্পনা করে? তারা হল সেই উঁচু মহলের রাজনীতিকদের ধামাধরা কিছু ব্যক্তি, যারা এই ‘ব্যবহার করার রাজনীতি’র ফায়দা লোটে। তাদের ফাঁদে পা দিয়ে এই […]