“এসব রদ করা নিয়ে কোনও কথাই চলবে না, আইন বাতিল করতেই হবে।” — জানালেন কৃষিজীবি শেখ কামাল হোসেন
দিল্লির চলমান কৃষক আন্দোলনের সংহতিতে ২০-২২ জানুয়ারি রাণী রাসমনি রোডে চলছে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচী। যোগ দিয়েছেন বিভিন্ন জেলার কৃষিজীবি মানুষেরা ও তাদের সমর্থনে থাকা মানুষ। সুদর্শনা চক্রবর্তীর রিপোর্ট। দিল্লির চলমান কৃষক আন্দোলনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কৃষি আইন প্রত্যাহার ছাড়া তাঁরা আর কোনও বিকল্প সমাধানের পথে যেতে কোনও মতেই রাজি নন। ফলত, কেন্দ্রীয় […]