আত্মঘাতী বাঙালি
প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখনও এই রাজ্যকে, এ রাজ্যের মানুষকে, পুলিশ-প্রশাসনকে নির্বাচনের নামে, গণতন্ত্রের নামে পণবন্দি করে রাখলে বিপর্যয় মোকাবিলায় অহেতুক কালক্ষেপ হবে, অতিমারির সুনামি ঘটবে। তার লক্ষণ স্পষ্ট। পোকামাকড়ের মতো মরছে মানুষ। এভাবে চললে এ রাজ্যেও মরবে। লিখছেন দেবাশিস আইচ। “দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল […]