স্বাধীনতাহীন শৈশব


  • August 15, 2022
  • (0 Comments)
  • 1328 Views

যে দেশে ১২ বছরের মেয়ে জামলো মকদম মহামারীর মাঝে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে পথেই মরে যায়, যে দেশে ৯ বছরের দলিত ছেলে স্কুলে উঁচু জাতের শিক্ষকের কুঁজোর জল খাওয়ার অপরাধে মার খেয়ে মরে যায়, সে দেশে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উৎসবের নয় লজ্জার হোক। ফটোসিরিজঃ নীলাঞ্জন কর্মকার

 

এ পৃথিবী সব শিশুর বাসযোগ্য হোক, হাসিটুকু অমলিন থাক।

অপুষ্টি আর দারিদ্র‍্যে ভোগা মা আজও স্বপ্ন দেখেন সন্তানের জন্য এক নিশ্চিন্ত ভবিষ্যতের।

স্বাধীনতার ৭৫ পার করেও শিশুশ্রম নিষিদ্ধ হল না।

সব শিশুর হাতে বইয়েত দাবি কি তবে নিছক দাবি হয়েই রয়ে যাবে?

এই শিশুর চোখে কি আলোর হদিশ পাওয়া যায়?

পথের শিশুর মাথায় ছাদটুকু জুটুক।

 

Share this
Leave a Comment